পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমি-হারা

অবশেষে একদিন, কেমনে, কোথায়, কবে
কিছুই যে জানিনে গো হায়,
হারাইয়া গেল সে কোথায়!


রাখ দেব, রাখ মোরে রাখ,
তোমার স্নেহেতে মোরে ঢাক,
আজি চারিদিকে মোর এ কি অন্ধকার ঘোর
একবার নাম ধরে ডাক!
পারি না যে সামালিতে, কাঁদি গো আকুল চিতে
কত র’ব মৃত্তিকা বহিয়া?
ধূলিময় দেহখানি ধূলায় আনিছে টানি
ধূলায় দিতেছে ঢাকি হিয়া!


হারায়েছি আমার আমারে,
আজ আমি ভ্রমি অন্ধকারে।
কখনো বা সন্ধ্যাবেলা, আমার পুরানো সার্থী
মুহূর্ত্তের তরে আসে প্রাণে;
চারিদিক নিরখে নয়ানে।
প্রণয়ীর শ্মশানেতে একেলা বিরলে আসি
প্রণয়ী যেমন কেঁদে যায়,

৬৭