পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর। $లి' সুন্দরের বামপদে খন্দক লঙ্ঘনার্থ বিদ্যার সহ কথোপকথন । একে একে পার হয় বত সহচরী । গদগদ কহে বিদ্যা নাস্ত করে ধরি । শুন শুন প্রাণনাথ বাক} সারোদ্ধার । বাম পদে একাও খন্দক হও পার । ধরা গেলে কাট1.ষাৰে নৃপতি দুর্জন । ক্টোমুtয় মধুrগ্ন মোর নিশ্চয় মরণ ॥ - নহে শাস্ত্র সম্মত সমত্বা সংস্কৃত । জুরাত্মা-দুৰ্ব্বোধ বিবেচনা শূন্য পিতা ॥ অপমৃত্যু হবে তার যে করুন কণী । তুমি তো পণ্ডিত প্রচু একি ঠাকুরাণী ॥ পূৰ্ব্বাপর শ্রী ও বটে রাজনীতি ধৰ্ম্ম । জাতি প্রাণ হেতু সাধু করে ছুষ্টকৰ্ম্ম ॥ ভাৰ্য্যা হেতু রামচন্দ্র সুগ্ৰীবে মিতালী । বধিলা নিরপরাধে এ1নরেশ বাণী ॥ বৰ্ম্মপুত্র যুধিষ্ঠির তার শুন কাৰ্য্য । অশ্বথম হত বাক্যে হতা CVī[e]f5táJ | সুন্দরীর কথা শুনি, কবি বিচক্ষণ । হাসি কহে শুন ইতিহাস রামায়ণ ॥ ক"া করে মুক্তি প্রশ্ন রামচন্দ্র সনে । কেইমাত্র সঙ্গে নাহি দে!হে সঙ্গোপনে ॥ কহে কৃপাময় কিন্তু কর সত্য পণ । , , এখানে দেখিব ধারে কবি, বর্জন ॥