পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাসের এতাদৃশী নানাবিধ মহোপকারি। প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া আমরা দেখিলাম, প্রাচীন সাহিত্যাদি সংরক্ষণই তাদৃশ ইতিহাস সঙ্কলনের অনন্য প্রধান উপকরণ। যদি কখন কোন বঙ্গীয় স্থলেখক বঙ্গভাষার একখানি-রীতিমত ইতিহাস লিখিতে প্রবৃত্ত হইয়া, এই পুস্তক হইতে কিঞ্চিম্মাত্র ও সাহায্য প্রাপ্ত হন, তখন বুঝিব আমাদিগের উদ্বেগু সফল হইয়াছে। দ্বিতীয়তঃ সংসারে দুঃখ যেমন পদে পদে, তেমনি পদে পদে সেই দুঃখ দূর করিবার জন্য সাম্বলার সামগ্ৰীও আবশ্বক করে। আমরা বুঝি স্নাছ, প্রকৃত কবির কাব্য দুঃখিজুনের একটি প্রধান মাস্তুনা—প্রধান সম্বল। সংসারের নিরবৃচ্ছিন্ন দুঃখযন্ত্রণার মধ্যে বাস করিয়া যখন আমরা দুঃখের জ্বালায় জ্বালাতন হইয়া পড়ি, তখন যদি একজন প্রকৃত কবির একখানি কাব্যের শরণাপন্ন হই, তাহা হইলে সেই কাব্য কত শত অলৌকিক দৃশ্ব সম্মুখে আনয়, কত শত লোকান্তী চ চরিত্র, দেখাইয়া, আমীদিগের সেই দুঃখজ্বালা দেখিতে দেখিতে কোথায় 'ভাসাইয়া দেয়। কবরস্থান