পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 কালীকীর্তন s তারাঁর কপালে তাঁরা, তারপতি যেন তার ঘেরা, তারায় তার সাজে ভালে । বদন সুধাংশু হেন, তাঙ্গে তারা মুক্ত ঘন, কেশরূপ ঘন করে আলো ॥ হাসিয়া বিজয়ী বলে, মেঘ নয় কেশ ছলে. ब्राछद्र शमन cश्न वiनि । মুখ বিস্তারিয়া ধায়, দন্তশ্রেণী দেখা যtd, মুক্ত নয় গোস করে শশী ॥ জয় বলে বটে এষ্ট পুণ্য কাল, ইর্থে দান করা ভাল,

  • * চিত্ত বিত্ত দান উমার পায ।

কৃপানাথ উপদেশ, প্রসাদ ভক্তের শেষ, প্রাণদান দিয়া লৈতে চtয় ১ জয় বলে এ বদনে দিলে চাদের তুলনা । ছি চি ও কথা তুলুন। ॥ ছি fছ যার পায়ে চাদ উদয় হয়। তার মুখে কি তুলন। সয় ॥ শ্ৰীমুখমণ্ডল হেরি বিদ্বগ্ধ বিধি । নির্জনে বসিয়া নিৰ্ম্মিল কলা নিধি ॥ ঐমুথতুলন। যদি না পাইল চালে । , সেই অভিমানে চাদ পায়ে পড়ে কীনে । একথা শুনিয়া সর্থী বলিছে জনেক । সবেমাত্র এক চাদ এ দেখি অনেক !