পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ー、や কালীকীৰ্ত্তন। লোমাঞ্চ সকল তনু দুগ্ধ আবে বাটে । সুরভির নব বৎস উমার অঙ্গ চাটে ॥ সুরভির নব বৎস শোভা উরুপরে। মন্দাকিনীধারা যেন সুমেৰুশিখরে । ঘন ঘন পুষ্পবৃষ্টি জগদম্বtশিরে । সঙ্গের সঙ্গিনী নাচে ভাসে প্রেমনীরে । কৌতুকে আকাশপথে হরিহরধাত । গোচরণে গমন করিল। বিশ্বমাত ॥ ভুবনমোহন মার গোচরণলীলা । মহামুনি বেদব্যাস পুরাণে বধিলা ॥ একবার ভুলায়েছ ব্ৰজাঙ্গনা বাজাইয় বেণু । এবে নিজে ব্রজঙ্গিন বনে রাখে৷ ধেনু ॥ আগে ব্ৰজপুরে যশোদারে করেছিলে ধন্ত । এবার হোরেছ কোন গোপালের কন্যt ॥ আগে ! তোমার গুণ কে জানে । মৎস্তক্ষ্মবরাহাদি দশ অবতার। নানা রূপে নানা লীল। সকলি তোমীর । প্রকৃতি পুরুষ তুমি তুমি স্বহ্মস্থলা । কে জানে তোমার মূল তুমি বিশ্বমুলা ॥ তারা তুমি জ্যেষ্ঠ মূল আচরমে সতী । স্তব তত্ত্বমূলে নাই শ্রতিপথে শ্রক্তি ॥ বাঁচাতীত গুণ তষ বাক্যে কত কব । - শক্তিযুক্ত শিব সদা শক্তিলোপে শৰ ॥