পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । রাগিণী জংলী—তাল একতালা । তার কায কি আমার কাশী । ওরে কালীর পদ কোকনদ, তীর্থ রাশি রাশি । হৃখকমলে ধ্যান কালে, আনন্দসাগরে ভাসি। কালী নামে পাপ কোথা, স্বাগ নাই তার মাথা ব্যথ: | ওরে অনল দাহন যথা, করে তুলারশি । গয়ায় করে পিও দান, পিতৃঋণে পায় ত্ৰাণ । ওরে যে করে কালীর ধ্যান, তার গয়া শুনে হাসি । কাশীতে মোলেষ্ট মুক্তি, এ বটে শিবের উক্তি । (ওরে সকলের মূল ভক্তি, মুক্তি তার দাগী ॥ নিৰ্ব্বাণে কি আছে ফল, জলেতে মিশার জল । ওরে চিনি হওয়া ভাল নয়, চিনি গেতে ভালবাসি ; কৌতুকে প্রসাদ বলে, করুণানিধির বলে। ওরে চতুৰ্ব্বৰ্গ করতলে, তাবিলে রে এলোকেশী ॥৬ প্রসাদী স্থর—তাল একতালা । মন কেনরে ভাবিস এত । যেমন মাতৃহীন বালকের মত ॥ তবে এসে ভাবছো ব’সে. কালের ভয়ে হয়ে ভীত । ওরে কালেয কাল মহাকাল, সে কাল মায়ের পদানত ι ফণী হয়ে ভেকে ভয়, এ যে বড় অদ্ভুত । ওরে তুই করিস কি কালের ভয়, হয়ে ব্রহ্মমরীর স্থত ;