পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী। ,5 ro

  • প্রসাদী স্থর—তাল একতালা ।

এবার অtfম সার ভেবেছি । এক ড্রাবীর কাছে ভাব শিখেছি । যে দেশে রজনী নাই মা, সেগদেশের এক লোক পেয়েছি । আমার কিবা দিব। কিবা সন্ধা, সন্ধ্যাকে বন্ধ্যা করেছি ? ঘুম ছুটেছে আরকি ঘুমাই যুগে যুগে লেগে আছি। এবার বীর ঘুম তারে দিয়ে, ঘুমেরে ঘুম পাড়ায়েছি । যোহাগ্রাগন্ধক মিশাঙ্কে, দোণাতে রং ধরায়েছি । মধুমস্থির মেজে দিব, মনে এই আশা করেনি । প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়কে মাথে ধরেছি। এবার গদার নাম ব্ৰহ্ম জেনে ধৰ্ম্ম কৰ্ম্ম সব ছেড়েছি ২ে৬ রাগিণী মূলতান—তাল একতালা । কাল মেঘ डेन হলে অস্তুর অম্বরে । নৃতাতি মানস শিৰ্ণ কৌতুকে বিরে। না শব্দে ঘন ঘন গর্জে ধারাধরে । ক্লাহে প্রেমানন্দ মদ দি, তড়িৎ শোভ করে। নিরবধি অধিশ্রান্ত নেত্রে বারি ঝরে । তাহে প্রাণ চাতকের তৃষা ভর ঘুচিল যদ্বরে। ইহজন্ম পরজন্ম, বহুজন্ম পরে। রামপ্রসাদ বলে তার জন্ম, হবে না জঠরে ॥২৭