পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసి পদাবলী । প্রসাদী সুর—তাল একতালা । কালীপদ মরকত আলানে, মন কুঞ্জরেরে বাধ এটে । কালীনাম তীক্ষু খড়েগ কৰ্ম্মপাশ ফেল কেটে ॥ নিস্তান্ত বিষয়াসক্ত মাথার কর বেসার বেটে । ওরে একে পঞ্চভূতের ভার, আবার ভূতের বেগার মর পেটে । সতত ত্রিতাপের তাপে, হৃদিভূমি গেল ফেটে । নব-কাদম্বিনীর বিড়ম্বন, পবমায়ু যায় ঘেটে । মান তীর্থ পৰ্য্যটনে ভ্ৰমণাত্র পথ হেঁটে । পাবে ঘয়ে পসে চারি ফল বুঝন রে দুঃখ চেটে । রামপ্রসাদ কর কিসে কি হয়, মিছে মোলেম শাস্ত্র দেটে। এখন ব্রহ্মময়ীর নাম কোরে ব্রহ্মরন্ধ, যাক ফেটে ॥২৮ kmgmmsamræmsono প্রসাদী সুর—তাল একতাল।। কে জানে কালী কেমন । ষড়দর্শনে না পার দরশন ॥ কালী পদাবনে হংস সনে, তঃসীরূপে করে রমণ । তাকে মূলাধারে সহস্রারে, সদা যোগী করে মনন । আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রয়োগ লক্ষ এমন । তার ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছামীর ইচ্ছ। যেমন : মায়ের উদর ব্ৰহ্মাও ভাণ্ড, প্রকাও তা জান কেমন । মহার্ফাল জেনেছেন কালীর মৰ্ম্ম,(১) অন্য কেবা জানে তেমন । (১) অপরবিধ পাঠ ;–লে যে কালীর মৰ্ম্ম কালে স্থানে, মিলয় কে আছে এমন ।