পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । Rt রাগিণী বসন্তবাহীর—তাল আড়া । ত্যঙ্গ মন কুজন ভুজঙ্গ সঙ্গ । কাল মত্ত মাতঙ্গেরে না কর আতঙ্গ । অনিত্য বিষয় ত্যজ, নিত্য নিত্যমরে তজ । মকরণ রসে মজ, ওরে মনোভৃঙ্গ । স্বপ্নে রাজ্য লভ্য যেমন, নিদ্রাভঙ্গে ভাব কেমন । ধিবয় জানিবে তেমন হ’লে নিদ্রাভঙ্গ ৷ অন্ধস্কন্ধে অন্ধ চড়ে, উপয়েতে কুপে পড়ে । কৰ্ম্মীকে কি কৰ্ম্মে ছাড়ে, তার কি প্রসঙ্গ । এই যে তোমার ঘরে, ছয় চোরে চুরি কৰে। তুমি’ষাও পরের ঘরে, এত বড় রঙ্গ। • প্রসাদ বলে কাব্য এট, তোমাতে জন্মিল যেটা । অঙ্গহীন হয়ে সেট, দগ্ধ করে অঙ্গ ॥৪৭ প্রসাদী সুর—তfল একতাল । এধার কাণী কুলাইব । কালী কোসে কাণী বুঝে লব ॥ -ৰ মুঠ্যকাল কি অস্থির, কেমন কয়ে তার রাধির । আমার মনু্যেযন্ত্রে বাদ্য করি, হৃদিপদ্মে নাচাইব ॥ *:ণীপদের পদ্ধতি যt, মন তোরে তা জানাইব। আছে আর ছেট বড় ঠাট, যে কটাকে কেটে দিব।' কালী ভেবে কালী খেয়ে, কাণী বলে কাল কটাৰ | আদি কালাকালে কালের মুখে, কালী দিয়ে চলে যাব ৷ ( o )