পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○ שי পদাবলী । প্রসাদ বলে আর কেন মা, আর কত গো প্রকাশিব। আমার কিল ধেয়ে কিল চুরি তবু কালী কণী বুলি না ছাড়িব॥৪৮ রাগিণী জংলু--তাল একতাল। একবার ডাকরে কালীতারা বোলে, গ্লোর করে রসনে ও তোর ভয় কিরে শমনে ॥ কার্য কি তীর্থ গঙ্গাকাশী, যার হৃদে জাগে এলোকেশ । তার কায কি ধৰ্ম্মকৃম্ম, ও তার মন্ম কেব! জানে ॥ ভজনের ছিল আশা, স্বল্প মোক্ষ পুর্ণ আশা। রামপ্রসাদের এই দশা, দ্বিভাবে ভেবে মনে ॥৪৯f 数码 প্রসাদী মুর—তাল একতালা । মন খেল ও রে দtণ্ডাগুলি । আমি তোম। বিল। নাহি খেলি ৷ এড়ি বেড়ি তেড়ি চাইল, চাম্পাকলি ধূলাধূলি । আমি বার্ণী নামে মারব বাড়ি, ভাঙৰ বমের মাথার খুলি । ছয়ুজনের মন্ত্রণ নিলি, তাইতে পাগল ভুলে গেলি । রামপ্রসাদের খেল ভাঙলি, গলে দিলে কাথা ঝুলি ॥৫৪ রাগিণী সোহিনীবাহার—তাল একতাল।। তুমি এ ভাল করেছ মা, আমারে বিষয় দিলেন । এমন ঐহিক সম্পদ কিছু অামারে দিলেন। কিছু দিলেন। পেলেন,দিৰেন পাবেন, তায় বা কি ক্ষভি মোর ;