পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী। N)\。 ঠেকেছিলে মুনির ঠাই, কাৰ্য্যকারণ তোমার নাই। ঙয়ায় সয়ু তয় রয়, সেইরূপ বর্ণপার । দশের পথ বটে যোণ, দশের লাঠী একের বোঝা । লেগেচে দশের ভাব,০মনে শুধু চক্ষু ঠার ॥ পাগল বেটার কথায় মক্ষে, এক্টকাল মলেম ভজে । দিরাfছ গোলামি থৎ, এখন কি আর আছে চার ॥ আমি দিলাম নাকে থং, তুমি দেও মা ফারখৎ । কালার কুলিীয় দাওয়া বুট, সাগী তোমার ব্যাট যার ।

  • বসতি ষোড়শধলে, ব্যক্ত হবে ভূমণ্ডলে, প্রসাদ বলে কুতূহলে, তারায় লুকায় তার ৬ে৩

রাগিণী সোহিণী—তাল একতাল।। • দেখি মা কেমন করে, আমারে ছাড়ারে যাবা । ছেলের চান্তে কলা নয় মা, ফাকি দিয়ে কেড়ে থাবা ৷ এমন ছাপান ছাপাইব, যাগে খোলে খোজে নাহি পাপ । বংগ পাশে গাভী যেমন, তেমনি পাছে পাছে ধবা ॥ প্রসাদ বলে ফtfকজুকি, মাগো দিতে পায় পেলে হাবা । আমায় যদি না তরাও মা, শিয হযে তোমার বাৰ ॥৬৮ প্রহ্লাদী সুর—তাল একতাল। মা হওয়া,কি মুখের কথা । ( কেবলু প্রসব করে হয়ন মাত ) • যদি না বুঝে সন্তানের ব্যথ। ।