পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vg পদাবলী । দশমাস দশদিন, যাতনা পেয়েছেন মাও । এখন ক্ষুধায় বেলা স্বধtলেন, এল পুল্ল গেল কোথা | সন্তানে কুকৰ্ম্ম করে, ব’লে সারে পিতামাত । দেখে কাল প্রচণ্ড করে দণ্ড তাতে তোমার হয়না ব্যথা ॥ দ্বিজরামপ্রসাদে বলে, এ চরিত্র শিখলে কোথা । যদি ধর অপেন পিতৃধারা, নাম ধরে। লt জগন্মাত ॥৬৫ রাগিণী জংলী—তাল একতাল । ম। আমি পাপের তাসামী । এই লোকসানি মহাল লরে বেড়াই আমি । পতিতের মধ্যে লেখা, যায় এই জমী ॥ তাই বারে বায়ে নালিস করি, দিতে হবে কর্মী ॥ আমি সোলে এ মহলে, আর নাই হামি । এখন ভাল না রাখতো, থাকুক রামরাfম ॥ গঙ্গ। যদি গর্ভে টেনে, লইল এই ভূমি । কেবল কথা রবে কোথা রষ কোথা রবে তুমি ॥৬৬ রাগিণী লগ্নী—তাল অড়িখেম্টা। মা বসন পর । বসন পর, বসন পল্প, মাগো বসন পৰ তুমি । চনদনে চর্চিভ জবা, পদে দিষ আমি গে। ॥ কালীঘাটে কালী তুমি, মাগো কৈলাসে ভবানী । বৃন্দাবনে রাধাপ্যারী, গোকুলে গোপিনী গেt }