পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५७ পদাবলী । রাখিণী খাম্বাজ—তাল ধিমাতেতাল । ওকে ইন্ট্রীবর নিদি কাস্তি বিগলিত বেশ । বসনহীন কে সমরে মদনমথন উরী রূপণী, হাসি হাসি বীমা বিহরে। প্ৰলয় কালীন জলদ গর্জে, তিষ্ঠ fতষ্ঠ সতত তর্জে, জনমনোহর। শমন সেদিরা গৰ্ব্ব খৰ্ব্ব করে ॥ শাস্ত্রে শাস্ত্রে প্রথম দীক্ষা, প্রথম বয়স বিপুল শিক্ষা, ক্রুদ্ধ নয়নে, নিরথে যেজনে, গমন শমন নগরে। কলয়ুতি প্ৰসাদ হে জগদম্বে, সমরে নিপীত রিপু কদম্বে, সম্বর বেশ, কুরুকপালেশ, রক্ষ বিবুধ নিকল্পে (১১০ রাগিণী খাম্বাজ—তাল ধিমাতেতাল । ঢল ঢল জলদুবরণে এ কীর রমণী রে । মথ রাজা উজ্জ্বল, চন্দ্র নিরমল, সতত ঝলকে কিরণ। নিরখ হে ভূপ, ঈশ শবরূপ, উরসি রাজে চরণ ॥. একি চতুরানন হরি, কলয়fত শঙ্করী, সম্বরণ কর রণ ॥ মগধ রণমূদে, সুচল ধরাপদে, চর্মণে অচল চালণ । ফণীবাজ কম্পিত, সন্তত ভ্ৰাসিত, প্রলয়ের এই কি কারণ ॥ প্রসাদ দাসে ভাষে, ত্রাহি নিজ দাসে, চিত্তমে মত্ত বারণ। সদ। বিষয়াব পানে,ভ্ৰমিছে বিজ্ঞানে,কদাচন। মানে বারণ ॥১১১