পদাবলী। .७१
প্রসাদ,বলে এমন হলে, কালের কাছে জবাব দিবি। ওরে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতন মন হবি ॥১২৯।
রাগিণী জংল-তাল একতাল।। জয় কালী জয় কালী বলে জেগে থাকরে মন । তুমি ঘুম বেয়োন রে ভোল মন ঘুমেতে হারারে ধন ॥ নব দ্বার ঘরে, সুখে শয্যা করে, হুইবে যখন অচেতন । তখন মালিৰে নিজ চোরে দিবে সিদ্ধ হরে লবে সব রতন ॥১৩৭
রাগিণী জংলা—তাল একতাল ।
ম! তোমারে বীরে বারে, জানাব আর দুঃখ কত । ভাসিতেছি দুঃখীরে, স্রোতের সেইলার মত ॥ দ্বিজ রামপ্রসাদে বলে, ম' বুঝি নিদয় হলে, দ{ড়াও একবার দ্বিজ মন্দিরে, দেখে যাই জনমের মত ॥১৩১
প্রসাদী স্থর-তাল একতাল।।
মন তোমার.এই ভ্ৰম গেলনা।
• কাণী কেমন তাই চেয়ে দেখলেন । ওরে ত্রিভুবন যে মানের মূৰ্ত্তি জেনেও কি তা জানা। জগৎকে সাজাচ্ছেন যে মা, দিয়ে কত রত্ন সোণ । ওরে কোলাজে সাজাতে চাস্তার, দিয়ে ছার ডাকেয় গহন । জগৎকে খাইয়াচ্ছেন ধেম, মুমধুর খাদ্য নানা। . .
পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
