পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግe পদাবলী । ও চরণ উদ্ধারের মা, আর কি কোন উপায় আছে। এখন প্রাণপণে থালাল কর, টাটে বা ডুবায় পাছে ॥ যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে । ঐ যে প্রাণ দিয়ে শৰ হমে, শিব বঁধে রাখিয়াছে । যাপের ধনে বেটার সত্ত্ব, কাহার বা কোথ ঘুচেছে। রামপ্রসাদ বলে, কুপুত্র বলে, আমায় নিয়ংশী কয়েছে ॥১৩৭ প্রসাদী সুর—তাল একতাল।। を মন জাননা শেষে ঘটবে কি লেঠা । যখন উৰ্দ্ধ বায়ু রুদ্ধ করে পথে তোমায় দিবে কঁটি। ৷ আমি দিন থাকিতে উপায় যলি দিনেয় বুদিন যেটা । ওরে শ্যাম মায়ের শ্ৰীচরণে, মনে মনে হওরে অ্যাট ॥ পিঞ্জরে পুযেছ পার্থী, আটক করে কেট । ওরে জানন যে তার ভিতরে, দুয়ায় আছে নট ॥ পেয়েছ কুসঙ্গী সঙ্গী, ধিঙ্গি ধিঙ্গি ছটা । তার য। যলিছে তাই করিছ, এমনি বুকের পাট ॥ প্রসাদ বলে মন জানতো মনে মনে যেট। . আমি চাতরে কি ভেঙ্গে হাড়ি, বুঝাইব সেটা ॥১৩৮ హ প্রসাদী সুর—তাল একতালা । দীন দয়ামী কি হবে শিবে । বড় নিশ্চিন্ত রয়েছ তোমার পতিত তনয় ডুযলে। তবে ।