পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& পদাবলী । 3S এ ঘায়ু তয়ণী নাইকে কিসে পার হব মা ভবে। মা তোর দুর্গানামে কলঙ্ক রবে ম নইলে থালtস কর তবে ॥ ডাকি পুনঃ পুনঃ শুনিয়া না শুন পিতৃ ধৰ্ম্ম রাখলে ভবে। অতি প্রাতঃকালে জয় টুর্গ বলে স্মরণ নিবার কার্য কি তবে ॥ ঐরামপ্রসাদ বলে মা মোর ক্ষতি কিছু না হবে। মা তোর কাণ মোগধাম অন্নপূর্ণ নাম জগজ্জনে নাম নাহি লৰে ॥১৩৯ প্রসাদী সুর—তাল একতাল।। মায়ের এমি বিচার বটে। যেজন দিবান্ত্রিশি দুর্গ বলে, তারি কপালে বিপদ ঘটে ৷ হজুরেতে আরজি দিয়ে মা, দাড়াইয়ে আছি কয়পুটে । কৰে আদালত শুনানি হবে মা, নিস্তুর পাব এ শঙ্কটে ॥ গওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাইকে। আমার ঘটে । ওম ভরসা কেবল শিব বাক্য ঐক্য বেদগমে রটে । প্রসাদ বলে শমন ভয়ে মা ইচ্ছে হয় পালাই ছুটে ; যেন অস্তিমকালে দুর্গ বলে প্রাণত্যজি জাহ্নবীর তটে ॥১৪০ প্রসাদী হুর—তাল একতাল কাধ কি ম৷ সামান্য ধনে । ੋੜ কঁদিছে গো তোর ধন বিহনে ॥ সামান্য ধন দিবে তারা, পড়ে রবে বরের কোণে । বদি দেও ম শামীয় অভয় চরণ, রাখি হৃদিগদ্ধাসনে ।