পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । به প্রসাদী সুর—তাল একতালা ; ও মন তোর নামে কি নালিশ দিব । ও তুই শকার বকার বলতে পারিস, বলতে নারিস দুর্গাশিব থেয়েছ জিলিপি খাপ্পা, লুচি মণ্ড সরভাজা, ওরে শেষে পাবি সে সব মজা, বঞ্চন রে পঞ্চস্তু পাব ৷ পাচ ইঞ্জিয়ের পাঁচ বাসন, কেমন করে ঘর করিব । রে চুরি দারি করলে পরে, উচিত মত সাঙ্গাই গাব । ১৭৪ ৷ _ প্রসাদী সুর—তাল একতাল।। কালী কাণী বল রসন। রে । ও মন র্যটচক্র রথ মধ্যে, শ্যাম মা মোর বিরাজ করে । তিনটে কাছি কাছাকাছি, যুক্ত বাধা মূলাধারে । পাচ ক্ষমতায় সারণি তায় রথ চালায় দেশদেশাস্তরে ॥ যুড়ি ঘোড়া দৌড় কচ্চে দিনেতে দশকুশ মারে । সে যে সময় শির নাড়িতে নামে কলে বিকল হলে পরে ॥ তীর্থে গলন মিথ্যা ভ্রমূ৭ মন উচাটন করেনি। রে । ও মন ত্রিবেণীর ঘাটেতে বৈস শীতল হবে অন্তঃপুরে ॥ পাচ জুনে পাচ স্থানে গেলে ফেলে রাখবে প্রসাদেরে । ও মন এইত সময় মিছে কাল বাধ যত ডাকতে পার ছমক্ষরে ॥১৭ عة 1 প্রসাদী সুর—তাল একতাল।। ম। আমার পেলাল হলো । খেলা হলো গে। আনন্দনী ।