পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । b.f. ভবেPএলেম কৰ্ত্তে খেলা, করিলাম ধূলা খেলা, এখন কাল পেয়ে পাবাণের বলি, কাল যে নিকটে এলে ৷ বাল্যকালে কত খেলা, মিছে খেলায় দিন গোয়ালে । পয়ে জায়ার সঙ্গে লীলা খেলায় মজপ ফুরায়ে গেল । প্রসাদ বলে রুদ্ধকালে আশঙ্ক কি করি বল । ওমা শক্তিরূপ। ভক্তি দিয়ে মুক্তি জলে টেনে ফেল ॥১৭৬ প্রসাদী সুর—তাল একতালা । অর্ণমার উমা সামান্য মেয়ে নয় । গিরি তোমারি কুমারী তা নয় তা নয় ॥ স্বপ্নে যা দেখেছি গিরি, কহিতে মনে বাfয় ভয় । ওহে কার চতুর্মুখ, কীর পঞ্চমুখ, উমা তাদের মস্তকে রয় ॥ রাজরাজেশ্বরী হয়ে, হাস্য বদনে কথা কয় । ওকে গরুড় বাঙ্গন কালে বরণ, যোড় হাত্তেতে করে বিনয় | প্রসাদ উণে মুনিগণুে, যোগ ধ্যানে র্যারে না পার । তুমি গিরি ধন্যে হেন কানা পেয়েছ কি পণ্য উদয় ॥১৭৭ প্রসাদী স্থর-তাল একতালা । মা বিরণজে ব্লয়ে ঘরে । এ কথা ভাঙবে কি ছাড়ি চাতরে ॥ ভৈরবী ভৈরব সঙ্গে শিশু সঙ্গে কুমারী য়ে। যেমন অনুজ লক্ষ্মণ সঙ্গে জানকী ভার সমিভ্যায়ে ॥ জননী তনয় জীয়া সহোদর কি অপয়ে। রামপ্রসাদ বলে বলৰ কি আর বুঝে লওগে ঠারেঠোরে ॥১৭৮