পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯২ পদাবলী । প্রণব রূপিণী সারা, কৃপানাথ দ্বারা তারা, ভব পরিবার তরণী : সগুণ নিগুৰ্ণ স্থল, সূক্ষ্মা, মূল হীন মূলা, মূলাধার অমল কমল বাসিনী ॥ আগম নিগমাতীতাখিল মাতাখিল পিতা, পুকুব প্রকৃতি রূপিণী ংস রূপে সৰ্ব্ব ভূতে, বিহরসি শৈলম্বতে, উৎপত্তি প্রলয় স্থিতি; ত্রিধ কারিণী ॥ স্বধাময় ছৰ্গা নাম, কেবল কৈবল্য ধাম, অজ্ঞানে জড়িত ধেই প্রাণী তাপত্রয়ে সদাভজে, হলাহল কূপে মজে ভণে রামপ্রসাদ তীর, বিষফল জানি । ১৯০ ॥ রাগিণী পিলু বাহার—তাল যৎ । বুল, ইহার ভাব কি, নয়নে ঝরে জল ; (গ্রহণে কালীর নাম ) তুমি বহুদী মহাপ্রাঞ্জ, স্থির কয়ে বুল। একটা করি অভিপ্রায়, ডুৰ কাষ্ঠ বটে কায় । কালীনামাগ্নি রমনায় জলে, সেই জল ঢল ঢল। কাল ভাবি চক্ষু মুণি, নিদ্রা আবির্ভাব যদি । শিব শিরে গঙ্গা তারি, প্রভাব নিৰ্ম্মল ; আজ্ঞা করেছেন গুরু, বেণী তীৰ্থ বটে ভুকু, গঙ্গা যমুনার ধারার নিতান্ত এই ফল ॥ প্রসাদ বলে মন ভাই, এই আমি ভিক্ষণ }াই, বেণী তটে আপন নিকটে দিও স্থল ৷ ১৯১ ॥