পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ oჯს পদাবলী । যমুনা গভীর ভঙ্গি তরী, অবল বালা কৃশোদরী, প্রাণ রক্ষার তুমি মাত্র মূল । অবসান হলো বেল, একি পাতিয়াছ খেলা, বঁটিং পারে চল প্রাণ নিতান্ত আকুল ॥ কহিছে প্রসাদ দাস, রসরাজ কিবা হাস, কুলবধূর भtन २ज़ उब्र । এক ভাঙ্গ আধ। আধা, তোমারি অধীন রাধী, তাহে এত বাদ সাধা উচিত কি হয় ॥২১০ مجتہبی معیاے- 6 -- متعہ ح== ও নৌকা বাও চে ত্বর করি, নুতন কাণ্ডারী, • রঙ্গে ব্ৰঞ্জবধূর সঙ্গে । আতব লাঘব হেতু, তরুণী ভরা তরণী, চালন কর মনের রঙ্গে । আপন কর হে পণ, চাও তে ধেীবন ধন, ক্লাস ভাস প্রেম করঙ্গে ॥ আগে চরাইতে ধেনু, বাজারে মোহন বেণু, বেড়ান্টতে রাশালের সঙ্গে। এখন হয়েছ লেরে, কোন বা বিষর পেয়ে, “ ধেয়ে হাত দিতে এস অঙ্গে ॥ ভণে দাস রামপ্রসাদ, হtয় একি পরমাদ, কাব কি হে কথার প্রসঙ্গে । , সমর উচিত কও, কোনরূপে পার হও, দোষ আছে পাছে মন ভাঙ্গে ॥২১১