পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

夺t夺-巩亨酒问 তুচ্ছ রূপার তরে মানুষ করছে কত দুষ্কৃতি, রূপের তরে হানাহানি, তার চেয়ে কি বঙ্গ রীতি ? খনির সোনা নিত্য মেলে হাট বাজারের দুই ধারে, রূপের সোনা রোজ আসে না, বেচে না সে পোদারে। 髒 臺 肇 制 রূপের আদর জানত সেলিম, রূপ-দেবতায় মান্ত সে ; সোনার চেয়ে সোনা মুখের ঢের বেশী দাম জান্ত সে ; বিপুল ভারত-ভূমির সোনা সঞ্চিত তার ভাণ্ডারে তবুও কেন ভরল না মন ? হায় ভূষিত চায় কারে ? তোমার সোনা মুখটি স্মরি পাগল-সমতুল্য সে, রূপের ছটায় ঝলসেছে চোখ পুণ্য পাতক ভুলল সে,— রক্ত-সাগর সাৎরে এসে দখল পেল পদ্মটির রূপের পাগল, রূপের মাতাল, রূপের কবি জাহাঙ্গীর – টাকশালে সে হুকুম দিল তোমায় পেয়ে পূর্ণকাম “টাকায় লেখ জাহাঙ্গীরের সঙ্গেতে নুরজাহার নাম।” মোহরে নাম উঠল তোমার, লেখা হল তায় শ্লোকে,— “সোনার হ’ল দাম শত গুণ নুরজাহানের নাম যোগে।” 臀 * 谏 号 诽 মরুভূমির শুষ্ক বুকে জন্মেছিলে মুলতান ! গরীব বাপের গরব-মণি সাপের ফণা আস্তান । তোমায় ফেলে আসছিল সব, আসতে ফেলে পারল কই ? দৈন্ত দশার নিৰ্ম্মমতা টি"কল না ঘু দণ্ড বই। জয়ী হ’ল মায়ের অশ্রী, টলে গেল বাপের মন, ফেলে দিয়ে কুড়িয়ে নিল স্নেহের পুতুল বুকের ধন। মরুভূমির মেহেরবাণী ! তুমি মেহের-উল্লিস ! তোমায় ঘিরে তপ্ত বালুর দহন চিরদিন-নিশা । tre