পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&twj-*Noqa তেজী শের স্বণ্য কুতৰ পাশাপাশি যুদ্ৰায় আজ রাঢ়ের মাটি রাঙিয়ে দ্বিগুণ জাগছে জাহাঙ্গীরের লাজ ! সকল লজ্জা ডুবিয়ে তযু জাগছে নারী, তোমার জয় – সকল ধনের সার যে তুমি, রূপ সে তোমার তুচ্ছ নয়। " @ 暈 嘯 争 পান্ধী এল আগ্রী চল”—শাহানশাহের অপারে, কাছে গিয়ে দেখলে তফাৎ, আঘাত পেলে অন্তরে। মহলে কই বাদশা এলেন ? মৌনে ব্যথা সইলে গো, চোদ্দ আনা রোজ থোরাকে রং-মহলে রইলে গো । রেশমী পটে নক্সা একে, গড়ে ফুলের অলঙ্কার, বাদী দিয়ে বিক্ৰী ক’রে হত তোমার দিন-গুজার ; সাদা-সিধা স্থতির কাপড় আপনি পরে থাকৃতে গো, চাকরাণীদের রাণীর সাজে সাজিয়ে তুমি রাখতে গে। ম্পর্শে তোমার দুই-বুরুজের শিলায় শিলায় ফুটুল ফুল, রূপে গুণে ছাপিয়ে গেল রং-মহলের উভয় কুল। ● 臺 帘 爭 _. কথায় বলে মন না মতি,—সেলিমের মন ফিরল শেষ,— হঠাৎ তোমার কক্ষে এল, দেখল তোমার মলিনবেশ । দেখল তোমার পুষ্প-কাস্তি, দেখল জ্যোতির পুঞ্জ চোখ, ভুলে গেল খুনের আড়াল, ভুলল সে দুধ-ভায়ের শোক । বাদশা প্রধান “এ বেশ কেন ? নিজের দাসীর চাইতে মান ।” জবাব দিলে “আমার দাসী—সাজাই যেমন চায় পরীণ । তোমার দাসীর অঙ্গে থামিন্‌! তোমার খুলীর মতন সাজ ।” বাদশ বলেন “সত্যি কথা, দিলে আমার উচিত লাজ, আজ অবধি প্রধান বেগম তুমি মেহের । সুগৰী ! চল আমার খাসমহলে মহল-জালো অঙ্গরী । Երֆ