পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कषङ्गदे-नृङ्गज िशक्. লোহাগী ! তোর দেহের মাটি স্বামী-সোহাগ সিঁদুর গো, জীর্ণ তোমার শ্ৰীহীন কবর বিশ্বনারীর জী-দুর্গ। " 普 悼 帝 ↔ শিয়রে কি লিখন লেখা ! অশ্রুভন্ন করুণ শ্লোক – এ যে তোমার দৈববাণী জাগায় প্রাণে দারুণ শোক – হে মুলতানা ! লিখেছ এ কী আফশোষে মুনারী ! লিখছ তুমি গরীব আমি” পড়তে ষে চোখ যায় ভরি – “গরীব-গোরে দীপ জেল ন ফুল দিও না কেউ ভুলে— শাম! পোকার না পোড়ে পাখ, দাগ না পায় বুলবুলে।” সত্যি তোমার কবরে আর দীপ জ্বলে না, নুরজাহান ! সত্যি কাটার জঙ্গলে আজ পুষ্পলতার লুপ্ত প্ৰাণ । নিঃস্ব তুমি নিরাভরণ ধূসর ধূলির অঙ্কেতে, অবহেলার গুহার তলায় ডুবছ কালের সঙ্কেতে । ডুব ছেতোমার অস্থিমাত্র—স্থতি তোমার ডুববে না, রূপের স্বর্গে চিরনূতন রূপটি তোমার যার চেনা। সেথায় তোমার নাম ঘিরে ফুল উঠছে ফুটে সৰ্ব্বদাই, অনুরাগের চেরাগ যত উজল জলে বিরাম নাই, চিত্ত-লোকে তোমার পূজা-পূজা সকল যুগ ভরি’ মোগল-যুগের তিলোত্তম । চির যুগের স্বনারী ! Եզ: