পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• */ ( श्रांछ ) ( चांब ) ( ওগো ) ( এস ) বর্ষা-নিমন্ত্রণ এস তুমি বাদল-বারে ঝুলন ঝুলাৰে ; কমল-চোখে কোমল চেয়ে কুজন ভুলাৰে । बौष्ठल हांGब्रां-निष्ठण ब्रटण বনের পার্থী ঘনিয়ে বসে ; আজ আমাদের এই দোলাতেই ছ'জন কুলাবে ; এস তুমি নুপুর পারে ঝুলন ঝুলাৰে । গহন ছায়া মেঘের মায়া প্রহর ভুলাবে ; অবুঝ মনে সবুজ বনে লম্বর দুলাৰে। কুজন-ভোলা কুঞ্জে এক এখন শুধু বাজবে কেকা ; হালকা জলে ঝাময় হাওর চামর চুলাবে ! গহন ছায়া মোহন মায়া প্রহর ভুলাৰে । এস তুমি যুথীর বনে কুল বুলাবে ; কোল দিয়ে ঐ কেলি-কদম-মুকুল খুলবে। বাইরে আজি মলিন ছায়া মলিদা-রং মেঘের মায়া, অন্তরে আজ রসের ধারা রঙীন গুলাৰে”। এস ভূমি মোহের হাওয়া মিহিন বুলাবে। এমন দিনে বরের কোণে শয়ন কি লাভে ? কিসের ছুখে নয়ন-জলে নয়ন ফুলাৰে ? আয় গো নিয়ে সাহস বুকে পিছল পথে সহাস মুখে, নুতন শাখে মুক্তন মুখে কুলম ঝুলাবে ; উজল চোখে কোমল চেয়ে জুবন জুলাবে। ψmaύαμψαμαω >●●