পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহীয়ান মহলোক লভি তব মানস-উদ্দেশ– C ব্যাপ্ত-পরিবেষ । স্বৰ্গলোকে স্বেচ্ছ-মুখে জাগ ভুমি গীতে দেবতার চিতে । ভূলোকে ভ্রমর-গর্ভ শুভ্ৰ-নীলপদ্ম-বিভূষণ ঃ হংসারূঢ়া-ময়ূর-আসন । তুমি মহাকাব্য-ধাত্রী ! মহাকবিকুলের জননী । কখনো বাজাও বীণ, কন্তু দেবী ! কর শঙ্খধ্বনি,— উচ্চকিয় উদ্দীপিয়া ; চক্র-শূল ধর ধনুৰ্ব্বাণ ; হল-বাহী কৃষকের ধরি হল কভু গাহ গাম,— পুলকি পরাণ !— সৰ্ব্ব-বিদ্যা-বার্তা-বিধি দেখিতে দেখিতে গড়ি উঠে গীতে । মহাসঙ্গীতের রূপে গড়ি উঠে নিত্য অপরূপ মানবের পূর্ণ বিশ্বরূপ,— তোমারি প্রসাদে দেবী ! তুমি যবে হও আবির্ভাব তখনি তো লক্ষ্য-লাভ—তখনি তো মহালক্ষ্মী লাভ। দীপকের উদ্দীপনা নিয়ন্ত্ৰিত করি রুদ্র তালে জাগো তুমি স্বতন্তর । রক্ত-রশ্মি রুষ্ট তারা ভালে যুগ-সন্ধ্যা-কালে। কন্তু ও ললাটে শোভে শুভ্ৰ শুকতারা পুণ্য-পুস্ত্রী-পারা । দেবাক্ষয়-দ্বন্দ্বে দেৰী ! সন্তোজাত বজের গর্জনে তব সাড়া পেয়েছি গগনে । সিদ্ধ হতে বিজু ওঠে বাম্পরূপে বিষ্ক্যত সাল,— বিজু-বিসর্গের দিনে ভূমি তারে কর গো প্রবল। ১২৫