পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চ'লে গেল শাস্তি নিতে নিরীহ প্ৰহলাদ– "আত্মলাভের মূল্য দিতে প্ৰহারে সাহলাদ ! মিনতি-বোল বলতে গেলাম দৈত্যপতিরে,... বিমুখ হয়ে,“জাকৃড়ে বুকে নিলাম ক্ষতিরে, ছেড়ে এলাম সভা-গৃহ বাক্য-যন্ত্রণায় । সিংহাসনের আসনে ভাগ ঠেলে এলাম পায়, ভাৰ-দেহে ঘাই লাগল আস্থাত, হায় রে কয়াধু, স্কুল-শরীরও মরিয়া হ’ল, টিকৃল না যাদ্ধ। চ’লে এলাম রাজ্য রাজা ডুবিয়ে উপেক্ষায়,— সত্য যেথা পায়না আদর চিত্ত বিমুখ তায় । আসার পথে দেখে এলাম কেবল অলক্ষণ,— বিম্বিল মোর বিধবা-বেশ স্তম্ভ অগণন । ব্যাকুল চোখে চাইতে ফাকে চোখ হ'ল বন্ধ, মশানে স্ব-মুণ্ডে লাখি ঝাড়ছে কবন্ধ ! ক্ষিপ্ত-পারা আকাশে চাই, সেথায় দেখি হয়, রক্ত-স্নাত সিংহ-শীর্ষ পুরুষ অতিকায়, অঙ্গে তাহার লুটায় কে রে মুকুট-পরা শির, সিংহনখে ছিন্ন অন্ত চৌদিকে রুধির । -জু হাতে চোখ ঢেকে এলাম অন্ধ আশঙ্কায় ভিত্তি-পরে কপাল ঠুকে কেবল প্রতি পায় । সেই অবধি শুনছি কেবল অন্তরে গুরুগুর বিসর্জনের বাজ না বাজার বিপর্যায়ের স্বর, টলছে মাটি নাগ বাল্পৰ্কী অধৰ্ম্মেরি ভার হাজার ফণা নেড়ে করে বইতে অস্বীকার । যে বিধি নয় ধৰ্ম্ম্য, বুঝি, তার আজি রোখ-শোধ ;: -বিধির টনক নড়ায় শিশুর শিষ্ট প্রতিরোধ। বিধি-বন্ধিতের বিধি মানবে না কেউ আর, ७३ ८लांमां शांच्च, अखलिक ! त्रुनि६श्-एकांग्न ! \రి(t