পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝর্ণ ঝর্ণা ! বৰ্ণ । মুন্দরী বর্ণা ! তরলিত চঞ্জিকা ! চন্দন-বর্ণ ! অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তন্ত্র ভরি’ যৌবন, তাপসী অপর্ণা ! ঝর্ণা ! পাষাণের স্নেহধারী ! তুষারের বিন্দু! ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু। মেঘ হানে জুইফুলী বৃষ্টি ও-অঙ্গে, চুমা-চুম্বকীর হারে চাদ ঘেরে রঙ্গে, ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা ! ঝর্ণা ! এস তৃষ্ণার দেশে এস কলহাস্তে— গিরি-দরী-বিহারিণী হরিণীর লাস্তে, ধূসরের উষরের কর তুমি অন্ত, শুামলিয়া ও-পরশে কর গো শ্ৰীমন্ত ; ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণ ; ঝর্ণা ! \ শৈলের পৈঠায় এস তমুগাত্ৰী ! পাহাড়ের বুক-চেরা এস প্রেমদাত্ৰী ! পাল্লার অঞ্জলি দিতে দিতে আয় গো, হরিচরণ-চু্যতা গঙ্গার প্রায় গো, স্বর্গের মুধা আনো মর্ত্যে সুপর্ণ । कभी ! (סיטאל