পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রণাম অতনু আকাশে ধার বিহার, যার প্রকাশ চিত্তে ভায়, সবিতা বারতা বয় যাহার, আজ প্রণাম তার দু'পায়। সাগরে সরিতে মূছনায় হয় নিতুই যার বোধন,— প্রভাতে প্রদোষে রোজ জোগায় অৰ্ঘ্য যার পুষ্পবন — দেহে দেহে যিনি প্রোণ প্রবল,— প্রাণ-পুটের প্রেম অনুপ ;– প্রেমে প্রমে যিনি হন উজল,— রূপ যাহার বাকু অরূপ ;– ভারতী আরতি-হেমপ্রদীপ, যার পুজায় নিত্য দিন, মানসে যিনি আনন্দ-নীপ বন্দি তায় জাগ, রে, দীন ! জাগিয়া, মাগিয়া লও আশিস, গাও নবীন ছন্দে গান, নব স্বরে ওরে ; আজ বাধিস তোর তানেই বিশ্বপ্রাণ । tely