পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ৷-কারিগর (গান) রাজা কারিগর বিশ্বকৰ্ম্মা ! দুনিয়ার আদি মিস্তিরি! তোমার হুকুমে হাতুড়ি হাঁকাই, করাতের দাঁতে শাল চিরি! ঘাটা-পড়া কড়া লাখো হাতে তুমি গড়িছ কত কি কৌশলে ! কামার-শালের গগনে রাঙা আগুনে তোমার চোখ জ্বলে! হাপরে তোমার নিশ্বাস পড়ে খুব জানি মোরা খুব চিনি, মাকু-ইঁদুরের গণেশ তুমি হে ছুটোছুটি চৌপর দিনই ! সিদ্ধি তোমার হাতে-হাতিয়ারে, সোনা করো তুমি থাক্‌ নিয়ে, দুনিয়ার সমৃদ্ধি, তোমার গলে আঙুলের ফাক দিয়ে ! রাজা-কারিগর বিশ্বকৰ্ম্মা ছনিয়ার সেরা মিস্তিরি ! তোমার হুকুমে লোহা হ’ল নিম্ন পদানত যত গজ গিরি। ১৭১