পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

पूज्ररी ছায়া-ঘন দেহে কার স্নেহ আর শাস্তি ' কে চলেছে ধুয়ে ধুয়ে ধরণীর ক্লাস্তি! এ যে আঁখি ঢুলাবার-ভুলাবার মূৰ্ত্তি ! ও যে চির-উত্তরোল কল্লোল-স্ফূৰ্ত্তি । সুখে এ যে মোহ পায় ও বাজায় ডঙ্কা ! জয়তু যমুনা জয়! জয় জয় গঙ্গা ! বাহপাশে বাধা বাহু গৌরী ও কৃষ্ণা ! কোলাকুলি করে একি তৃপ্তি ও তৃষ্ণা ! কালোচুলে পিঙ্গলে একি বেণীবন্ধ ! ঘুচে গেল কালো-গায় গোরা-গায় দ্বন্দ্ব ! সখী-মুখে মুখে মুখে দুস্থ নিঃসঙ্গ ! জয়তু যমুনা জয়! জয় জয় গঙ্গা ! খুলে যায় মুহু আজ অন্তর-দৃষ্টি ! অবচন একি শ্লোক ! অপরূপ সৃষ্টি ! সাম্যের একি সাম | পূত হ’ল চিত্ত ! নিত্যের ইঙ্গিত—এ মিলন-তীর্থ ! টুটে ভেদ-নিষেধের শিলাময় জঙ্ঘা ৷ জয়তু যমুনা জয়! জয় জয় গঙ্গা ! বিধি-কৃত সংহিতা ! হের দ্য্যাথ নেত্র আর্য্য অনার্য্যের সঙ্গম-ক্ষেত্ৰ ! গলাগলি কোলাকুলি আলো আর আঁধারে ! ঢেউএ ঢেউ গেথে গেথে চলে মেতে পাথরে ! আঙুলে আঙুল বাধা ভেদ-বাধা-লতা! জয়তু যমুনা জয় ! জয় জয় গঙ্গা ! እ» ፃ::