পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান্ধিজী দিনে দ্বীপ জালি’ ওরে ও খেয়ালী ! কি লিখিস হিজিবিজি ? নগরের পথে রোল ওঠে শোন গান্ধিজী ! গান্ধিজী ! বাতায়নে দ্যাখ, কিসের কিরণ ! নব জ্যোতিষ্ক জাগে ! জন-সমুদ্রে ওঠে ঢেউ, কোন চন্দ্রের অন্তরাগে ! জগন্নাথের রথের সারথি কে রে ও নিশান-ধারী, পথ চায় কার কাতারে কাতার উৎসুক নরনারী ! কৃষাণের বেশে কেও ক্লশ-তমু—কৃশাণু পুণ্যছবি,— জগতের যাগে সত্যাগ্রহে ঢালিছে প্রাণের হবি ! কোমুলি-কুলি করে কোলাকুলি কার সে পতাকা ঘেরি,” কার মৃদুবাণী ছাপাইয়া ওঠে গৰ্ব্বী গোরার ভেরী ! ক্রোর টাকা কার ভিক্ষণ-ঝুলিতে, অপরূপ অবদান, আগুলিয়া কারে ফেরে কোটি কোটি হিন্দু-মুসলমান ! আত্মার বলে কে পশু-বলের মগজে ডাকায় ঝিঝি কেরে ও খৰ্ব্ব সৰ্ব্বপুজ্য ?--'গান্ধিজী ! গান্ধিজী P 晕 事 { } মহাজীবনের ছন্দে যে-জন ভরিল কুলিরও হিয়া, ধনী-নিধনে এক ক’রে নিল প্রেমের তিলক দিয়া ; আচরণ যার কোটি কবিতার নিঝর মনোরম, কৰ্ম্মে যে মহাকাব্য মূৰ্ত্ত, চরিতে যে অনুপম ; দেশ-ভাই যার গরীব বলিয়া সকল বিলাস ছাড়ি' ‘গড়া যে পরে গো, ফেরে খালি পায়ে, শোয় কম্বল পাড়ি’ ; তপস্যা যার দেশাত্মবোধ ছোটরও ছোটর সাথে, দিন-মজুরের থোরাকে যে খুলী তিন আনা পয়সাতে ; ➢byፃ