পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখেরী শ্রদ্ধা-ভাজন সত্যি যে জন তারেই মানুষ শ্রদ্ধা দেৰে, রাহাজানি করলে ভক্তি বিশ্বমানব হিসাব নেবে। পাইকারীতে তরায় না আর জাতের টিকিট মাথায় এটে, সে যুগ গেছে, সে দিন গেছে, সে কুয়াস যাচ্ছে কেটে । সেক্সপীয়ারের স্বজাত ব’লে পুছবে না কেউ কিপলিঙেরে, চোঁচাপটে ভক্তি করার রোগটা ক্রমে আসছে সেরে । বার্ক-সেরিডান মহৎ বলে ইম্পে-ক্লাইব পুজবে কেবা ? হেয়ার-বেথুন স্মরণ ক’রে হোৎকা োরার চরণ-সেবা ? কর্জনেরে কেউ দেবে না লর্ড ক্যানিঙের প্রাপ্য কভু,— লঙ সাহেবের মর্য্যাদা কি লুটুবে জিঙ্গে পাদরী প্ৰভু ? হৈমবতী উমার অর্থ্য কড়ি ওলাই-চওঁী কি হায় ? বেসান্ট, সে নৈবেদ্য নবে অপিত যা নিবেদিতায় ? বং দেখিয়েই ভড়কে দেবে ? তেমন শিশু নাই ফুনিযl, ভিক্টোরিয়ার প্রাপ্য নেবে ডায়ার প্রেমী হিষ্টিরিয়া ? মন্দ ভালে৷ গুলিয়ে দেবে এমন কি মাহাত্ম্য ত্বকে ? ফসর্ণ বলেই করব খাতির চৰ্ম্ম-গৃঢ় মহত্বকে ? দোকানী যে রেজ কী কুড়ায়, নাক তুলে রাজ-কায়দা করে, তারেও কি রাজভক্তি দেব ? রাখব কী ধন রাজার তরে ? অভদ্র যে রেলগাড়ীতে, অভব্য যে খেলার মাঠে, তারেও নাকি করুব খাতির অকথ্য যে রাস্তাঘাটে ? নিশীথে যার হরিণ শিকার, ফকির শিকার দিন দুপুরে, বার পরশে কুলির প্লীহা বিন্ধ রকের মতন করে, রাস্তাতে যে বুকে হাটায়, নিরস্ত্রে যে খাওয়ায় খাবি, ঘোমটা খুলে স্থায় যে খুতু, রাজপুঙ্গ সেই করবে দাবী ? সাহেব ব’লেই করব সেলাম ? মন্দ ভালো বাছব নাকো ? অন্যায়ে যে কয়ূবে কায়েম বলব তারে মুখে থাকো ? సామె