পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সংকলন খুনীরে যে দেয় খোলসা আইন গড়ে রাতারাতি, প্রশস্তি তার পড় § কি হায়, প্রকাশ ক'রে দন্তপাতি ? গোরা ব'লেই গৌরবে কি দিতে হবে প্রবুট মুড়ে ? বামুন ব’লেই নাহক প্রণাম করতে হবে হস্ত জুড়ে ? মরদ ব’লেই মর্দানি কি সইবে নীরব মাতৃজাতি ? আত্মালাভের প্রসাদ-পবন জাগছে রে দ্যাখ নাইক রাতি। সঙ্কুচিত চিত্ত জাগে—দেথিস্ কি আর চিতার ঢেবি, হিসাব নিকাশ করতে হবে, আজ আখেরী, আজ আখেরী। 毒 事 * 髓 বুঝ সমঝের বইছে হাওয়া, গোলাম-সমঝ, যাচ্ছে টুটে, সাবালকীর করছে দাবী সব দুনিয়া দাড়িয়ে উঠে । মুরুবিবদের করছে তলব, চাইছে হিসাব, চাইছে চাবি, মানুষ ব’লেই সকল মানুষ ইজ্জতেরি করছে দাবী । তাবৎ জীলে শিব যে আছেন কন্দ তিনি অবজ্ঞাতে, নিখিল লয়ে রন নারায়ণ পুণ্য পাঞ্চজন্ত হাতে। র্তার সাড়া আজ সকল প্রাণে বর্ণ-জাতি-নির্বিশেষে । বিশ্বে নিকাশ-আখেরী আজ নুতন যুগে যুগের শেষে। চিনি ব’লে চুণ যে খাওয়ায় চলবে না তার সওদাগরী, নিখুঁত হিসাব তৈরী করো-রেখোন ভুল থাতায় ভরি’ । খাদ ক’ষে দাম চুকিয়ে দেবার দিন এসেছে এবার দেশে, মদের গেলাস আছড়ে ভাঙে, মুরুবিবদের ওড়াও হেসে । মন খুলে বল মনের কথা, জমতে বুকে দিস না ঘৃণা, মন্দকে বল মন্দ সোজা, পালিস্ বিনা--রসান বিন । দাম-নিরূপণ পালটিয়ে কর—রঙ্গি যে তায় ফেলরে ছুড়ে, মধুফলে মিলে পোকা ঠাই হবে তার আস্তাফুড়ে । সত্য কথা বল খোলসা—করিসনে ভয় নিন্দ গালি, মিথ্যাবাদী নাম বারা স্থায় তাদের মুখে দে চুনকালি । 3 е е