পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-বিলাদ পাওনা দেন ঠিক দিয়ে নে—দিল্গোলামীর নিকাশ করে মানুষ আবার মানুষ হবে বিশ্বে বিশ্বনাথের ধরে। রুজু দিয়ে পাতায় পাতায় খরচ জমা তৈরী রাখো— জাদা-জুজুর ভয় কোরো না, ঠিক্‌ দিয়ে ঠিক্‌ তৈরী থাকে। নতুন খাতার বেদাগ পাতায় স্বস্তিকে কে সিদূর দেবে,— তৈরী থাকে ; অরুণ উষায় নতুন জীবন আসবে নেবে। বিদ্যুৎ-বিলাস ( শার্কুল-বিক্রীড়িত ছন্দের অনুসরণে) মেঘে ভিড়ল আজি, গরজে বাজ, বিদ্যুৎ বিলোল— রক্ত চোখ ! ●》