পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলের মত ধবল ললাটে কেন বা ছুটিছে কাল-ঘাম: কপোল-গোলাপ উঠিছে শুকায়ে,— নাহি বিরাম । “মাঠে মাঠে যেতে নারী সনে ভেট,— সুন্দরী সে যে পরী-কুমারী,— দীঘল চিকুর, লঘুগতি, মাখি উদাস তারি। “গাথি মালা দিমু শিরে পরাইয়া, কাকন, মেখলা কুসুমে গড়ি ; চাহি’ মোর পানে আবেগে যেন সে উঠে গুমরি’ । “চপল ঘোড়ায় লইনু তুলিয়া, অনিমিখ সারা দিনমান ; পাশে হেলি? সে যে গাহিল কেবলি পরীর গান ! “আনি দিল মোরে কত ফলমূল, দিল বনমধু, সুধারাশি গো ; কহিল কি এক অপরূপ ভাষে,— "ভালবাসি গে৷ ” “অপসর-বনে লয়ে গেল মোরে, নিশ্বাসি কত কঁাদিল হায় ; মুদিক্ষ তাহার ত্রস্ত নয়ন চারি চুমায়। “সেই খানে মোরে দিল সে নিদালি, স্বপন দেখিন্থ কত হায় ; চরম স্বপন—তা"ও দেখেছি এ গিরির গায় । °> 分 निéब एचबैो