পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনে যদি ওঠেই জেগে, »” বলবে তারা ক্ষণেক থেকে, ‘ধন্ত তুমি উদ্দেশে যা’র কবি রচে গান ! মাটির তলে মাটি হয়ে ঘুমিয়ে আমি রব, গাছের ছায়ে নিশির কায়ে, ছায়া যখন হ'ব, তোমার গৰ্ব্ব, আমার প্রীতি, মনে তোমার পড়বে নিতি, দিয়ে তখন—দিয়ে মোরে—দিয়ে প্রণয় তব ;— তুমি যখন প্রাচীন হবে, আমি—ধূলি হ’ব । g রস্তার্থ, জীবন স্বপ্ন ললাটের পরে ধর চুম্বন খানি, শুনে যাও মম বিদায়-বেলার বাণী ; আজনম মোর স্বপনে হয়েছে ভোর,— ব'লেছে যাহারা বলেনি মিথ্যা ঘোর । আশা-পার্থীগুলি উড়ে যদি গিয়ে থাকে,— দিনে কি নিশির নির্জনতার ফাকে,— কি করিব ? হায়, পালানো তাদের ধারা, জাগো কি ঘুমাও পালায়ে যাবেই তা'রা ; সজাগ কিবা সে খেয়ালে রয়েছি ব'লে, উড়িয়া পালাতে কখনো কি তা'র ভোলে ? যা করি, যা ভাবি, যাই দেখি মোরা চোখে সবই নব নব স্বপন স্বল্প-লোকে । శి)సి खँोक्न कर्छ