পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধ্যার সুর ওই গো সন্ধ্যা আসিছে আবার, স্পন্দিত-সচেতন বৃন্তে বুন্তে ধূপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস ; ধ্বনিতে গন্ধে ঘুর্ণি লেগেছে, বায়ু করে হাহুতাশ, সান্দ্র ফেনিল মূৰ্ছ-শিথিল নৃত্য-আবর্তন ! বুন্তে বৃন্তে ধুপাধার সম ফুলগুলি ফেলে শ্বাস, শিহরি গুমরি বাজিছে বেহালা যেন সে ব্যথিত মন; সান্দ্র-ফেনিল মূৰ্ছ-শিথিল নৃত্য আবৰ্ত্তন ! সুন্দর-স্নান, বেদী সুমহান সীমাহীন নীলাকাশ । শিহরি' গুমরি বাজিছে বেহালা যেন সে ব্যথিত মন, অগাধ আঁধার নির্বাণ-মাঝে নাহি পাই আশ্বাস ; সুন্দর-স্নান বেদী সুমহান সীমাহীন নীলাকাশ, ঘনীভূত নিজ শোণিতে স্বৰ্য্য হ’য়েছে অদর্শন ! অগাধ মাধার নিৰ্ব্বাণ মাঝে নাহি পাই আশ্বাস, ধরার পৃষ্ঠে মুছে গেছে শেষ আলোকের লক্ষণ ; ঘনীভূত নিজ শোণিতে স্বৰ্য্য হয়েছে আদর্শন, স্মৃতিটি তোমার জাগিছে হৃদয়ে, পড়িছে আকুল শ্বাস । बछ्रणम्नांत्र সঙ্কেত গীতিক। ভোর হয়ে গেছে, এখনো দুয়ার বন্ধ তোর ! সুন্দরী ! তুমি কত ঘুম ঘাও ? স্বজনী ! গোলাপ জেগেছে, এখনো তোমার নয়নে বোর ? টুটিল না ঘুম ? দেখ চেয়ে,–নাই রজনী । २२●