পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোন দেশে কোন দেশে (বাউলের সুর ) কো দেশেতে তরুলতা— সকল দেশের চাইতে শ্যামল ? কোন দেশেতে চ'ল্‌তে গেলেই— দ'লতে হয় রে দুৰ্ব্বা কোমল ? কোথায় ফলে সোনার ফসল,— সোনার কমল ফোটে রে? সে আমাদের বাংলা দেশ, আমাদেরই বাংলা রে! কোথায় ডাকে দোয়েল শ্যামা- ফিঙে গাছে গাছে নাচে ? কোথায় জলে মরাল চলে— মরালী তার পাছে পাছে ? বাবুই কোথা বাসা বোনে— চাতক বারি যাচে রে? সে আমাদের বাংলা দেশ, আমাদেরই বাংলা রে! কোন ভাষা মরমে পশি– আকুল করি তোলে প্ৰাণ ? কোথায় গেলে শুনতে পাব— বাউল সুরে মধুর গান ? চণ্ডীদাসের—রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে ? সে আমাদের বাংলা দেশ, আমাদেরি বাংলা রে! W