পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कtब-मशं★न বয়েস আমার নয় কেন গো বার কি চোদ,— কেউ বার্সেন ভালো আমার শোনায় না পদ্ধ, কেউ করে না খোসামোদ আর কেউ না শোনায় গান, কেউ বলে না "তোমার পায়ে সপেছি এই প্রাণ !” ছেলেমানুষ !”তবু জানি থাকবে না এই দিন, আমিও হব মুন্দরী গো”যাকু না বছর তিন— এ চুল তখন লম্বা રલ, পুরন্ত এই মুখ, দাতগুলি সব ঝকঝকে আর ঠোঁট দুটি টুকটুক ; জানি তখন আমার পানেও থাকবে চেয়ে লোক কাজল বিনা অমনি কালো হবে যখন চোখ । অ"ত্নে শেনিয়ে চায়ের পেয়াল৷ প্রথম পেয়ালা কণ্ঠ ভিজায়, দ্বিতীয় আমার জড়তা নাশে ; তৃতীয় পেয়ালা মশগুল করে মজলিশ ক্রমে জমিয়া আসে : চেীঠা খুঢ়ায় কোঁটার ঢাকা,— মগজে মুকুতা-মুকুল দোলে ! পঞ্চমে জাগে মৃদ্ধ স্বেদ-লেখা,— গুদ্ধির শত পন্থী খোলে। R9e