পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃদু-মন্থর চাদ বিভোল মনে বিরল কোণে ফসল বোনে । ঝাউ বনে পিউ কাহা গাহিছে কে রে ! টার্পিণ-তরু-তলে শশক ফুেষ্ট্ৰ, ঢালু পাহাড়ের পিঠে পেচ গম্ভীর বিস্ফারি দুই আঁখি বসে আছে থির ! পীত-পাণ্ডুর চাদ আকাশ-কোণে কাপাস বোনে উদাস মনে ! টেকো-পাণী বাজুড়েরা উড়িল ঝাকে, কালো ছায়া দেখে তার কুকুর ডাকে ; বাকা-পথে নোনা-মাছ বোঝাই গাড়ি, চলেছে একেলা নানা শব্দ ছাড়ি’ । প্রেত-পাণ্ডুর চাদ নত-নয়নে গগন-কোণে পশম বোনে ! নেব।-উননের কাথে ঘুমায় বুড়ী, বুড়ার উঠিছে হাই,—দেয় সে তুড়ি ; বাড়ে রাত বাজে ঘড়ি টিম-না-না-টিম, বিবি ডাকে তারি ফাকে ঝিম্ ঝিম্ ঝিম্ । মৃদু-মন্থর চাদ গগণ-কোণে আপন মনে স্বপন বোনে ! ఇN9s छैष्नौ ब्रां८ङब्र कांब