পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৗৰী-সংকলন গরু ৪ বাছুর ঘন কুয়ালায় ঢাকা ভাল করে যেন ভাঙেনি ঘুমের ঘোর ; সহসা রৌদ্র ফুটিল আবীর-মাখা,— রামধন্থ রঞ্জ-শোভার নাহিক ওর । ( २ ) গাছপালা হতে শিশির টোপায়ে পড়ে, কুঁড়ি কুঁড়ি ফুলে ভরে গেছে যত শাখা ; চড়ুই নাচিয়া খাস্ত খুজিছে খড়ে। “শাখা চাই ভাল শাখা চাই ভাল শাখা ।” ফিরিওলা হেঁকে ফিরিছে গায়ের মাঝে, মানুষ এখনো চলে না তেমন বাটে ; ছ একটি লোক ভিন্‌ গায়ে যায় কাজে, চাষী যায় ক্ষেতে, রাখাল চলেছে মাঠে । পাঠশালে পোড়ো মন্থরগতি চলে, ড্যাবা-ড্যাবা দুই চক্ষে কাজল আঁকা ; শাখারির বোল কর্ণে কেহ না তোলে “শাখা চাই ভাল শাখা চাই ভাল শাখ !" (wo) পথের প্রান্তে দীধি সে বিপুল-কায়,— স্বচ্ছ বিমল হ্রদের মতন ঠাট ; ফলন্ত গাছ তিন দিকে করে ছায়া, তিন দিকে গাছ এক দিকে শুধু ঘাট । বাধা সে ঘাটটি,—পাথর-বাধানো সিঁড়ি, ধবধব করে টানি ঘাটের পাকা, চাদনির তলে শ্বেত-পাথরের পিড়ি, প্রভাতের আলো খিলানে খিলানে আঁকা। ૨૬૨