পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ দাম তে পাবেই, আর পাবে পরসাদ,— অভুক্ত কেউ ফেরে না মোদের বাড়ী— অতিথি দেখিলে বাবার যে আহলাদ,— না থাওরায়ে তিনি কিছুতে দেন না ছাড়ি’। (b. ) “হাদে স্তখে, যদি শোনো ঘরে নেই কড়ি, তাহলে পিতারে ব’ল মোর নাম করে,প্রতিমার ঘরে ঝাপিতে যা আছে পড়ি' —সে টাকা আমার, তাই যেন দ্যান ধরে ; শাখার মূল্য তাতেই কুলায়ে যাবে ; এস বাছ, তবে,—বেলা হ’ল নাহিবার !” মুগ্ধ শাখারি পথে যেতে যেতে ভাবে,— “মধুমাখা কথা—জনমে সে ভোলা ভার।” ক্রমে গ্রাম-পথে শাখারি অদর্শন, ঘাটের সোপানে নামিতে লাগিল নারী ; নিরমল জল করিল আলিঙ্গন পদ্মের মত চরণ দুখানি তারি। ( > ) অবলা বলিয়া সে নহেক বলহীন, শকতির জ্যোতি সকল অঙ্গে তার ; তরবারি সম প্রখরা অথচ ক্ষীণ, পূর্ণ উরস, তন্ত্র বিদ্যুৎ সার। কুন্তল-কালো-মেঘে-ঘেরা মুখখানি আঁকিতে সে পটু পটুয়ায় মানে হার। সে রূপ কেমনে বাখানিব নাহি জানি গৌরব-গুরু প্রদ্যোত-ছাতি হার । ૨8ા tशृtगंडां