পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শাখারি পুজারী—অবাক হইয়া রহে বার বার তারা প্রণমে দেবোদেশে ; ধামসেরা ঘাটে পদ্ম আহরি' দোহে নিজ নিজ ঘরে ফিরে গেল দিন শেষে । ( २७ ) দিন চলে গেছে—গেছে শতাব্দী কত,— আজো ক্ষীর গায়ে হাজারে যাত্রী মেলে যবে দিতে আসে শাখা পূর্বের মত সেই শাখারির বংশের কোনো ছেলে ; হরফে তাহারা দেবীরে জোগায় শাখা বরষে বরষে আসি’ দেউলের স্বারে, যদিও তাদের এখন অনেক টাকা,— ধনী তারা শাখা পরায়ে বোগাদ্ধারে ! ধনী তারা নাকি দেবীর নিয়োগ পেয়ে । দেবীর প্রসাদে দুঃখ গিয়েছে ঘুচি ; দুধে ভাতে আছে শাখারির ছেলেমেয়ে আঁচলে বেঁধেছে পরশ-মণির কুচি ! 臀 事 暈 鼻 কাহিনী এ মোর—অদ্ভূত অতিশয়, মিলে না এ মোটে নব্য যুগের সাথে ; যার মুখে শোনা স্মৃতি তার মধুময় তারে স্মরি এরে রেখেছি খাতার পাতে । তর দত্ত ૨૯:છે