পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসারের সার সারা বরষের যত স্থষমাইসৌর সঞ্চিত সে থীকে ভ্রমরের এক মধু-চাকে । সমস্ত খনির মোহ, বৈভব-গৌরব লুকায়িত আছে, একখানি হীরকের মাঝে । সিন্ধু-ব্যাপী ছায়া-নীল আলোর ঝলক বিরাজিছে স্থথে, ক্ষুদ্র এক মুকুতার বুকে । স্বষমা, সৌরভ, ছায়া-আলোর পুলক মোহ ও বৈভব, তুলনায় তুচ্ছ এই সব – নিষ্ঠা সে মুক্তার চেয়ে খাটি সমধিক, নির্ভর সরল হীরকের অধিক উজ্জল : মিলিয়াছে গুঢ়তম নির্ভর নির্ভীক শ্রেষ্ঠ নিষ্ঠ সনে, তরুণীর প্রথম চুম্বনে । ব্রাউনিং 之@令