পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন গৃহ গৃহস্থালি-মুখ, যে দেখে সে মুগ্ধ হয় মনে ; গ্রীষ্ম, শীত, ক্ষত্ৰি দিবী—সব আছে এ নব স্বজনে । বায়বী কল্পনা ছবি বাস্তবেরে করেছে মলিন আত্মীয়ের চেয়ে প্রিয় পুথির যে অক্ষরে নিলীন । 制 普 制 হে বঙ্গের জয় স্থল ! হে চির সুন্দর ! সুশোভন ! মধুর তোমরা সবে ; মধুময় দক্ষিণ পবন— বঙ্গের নিকুঞ্জ বনে,—পিক কণ্ঠে আছে মধু জানি, তা হতে অধিক মধুমঞ্জুবাক্ বঙ্কিমের বাণী । বঙ্কিমের হিয়া সে যে সুবিশাল বঙ্গেরি হৃদয়, দেখেছে সে দেবীমূৰ্ত্তি স্বদেশের অত্রণ অক্ষয়। বঙ্গের বঙ্কিমচন্দ্র !—নৃমণি সে ছিল নরকুলে, খড়গ তার তীক্ষধার সাজাইয়া দিয়াছিল ফুলে সৌন্দৰ্য্য-দেবতা নিজে । জন্ম লভি শুষ্ক দুৰ্ব্বৎসরে নিরানন্দ ফিরেছে সে সৌম্যমূৰ্ত্তি ; মরুভূমি পরে— হৃদি-পদ্ম জিনি রাঙা ফুটায়েছে অজস্র গোলাপ ; গদ্যে অনবদ্য করি’ সেতারে সে করেছে আলাপ ! अब्रदिमा cशोष ২৩২