পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন ধীরে ধীরে নীরে মুদিল কমল নিরবিল তার গাথা, তারার কিরণে ফু’ আঁখি ভরিয়া হরিণ তুলিল মাথা ; সে কহিল “হায়, গগনে যে ধায় সে এক নিরীহ মৃগ, নহিলে এমন শাস্ত শোভন জীব সে গড়িত কি গো ?” হরিণেরে ছাড়ি যাই আগু বাড়ি’ ময়ুর ফুকারে কেক, উচ্চে কহে সে “তৃণ পতঙ্গ সকলি যে গড়ে এক, সে এক মযুর আমাবি মতন ; এ শোভা সে দেছে মোরে,— তারা-ঘেরা পাখা আকাশে দোলায় সেই সারা রাত ধরে ।” য়েটস সমাপ্ত