পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १ ) লিখিছেন। সমন্বয়াচাৰ্য্য শ্ৰীমৎ রামকৃষ্ণ পরমহংস ইহার গুরু ছিলেন। ব্রাউনিং, এলিজাবেথ ব্যারে-(খৃঃ ১৮৯৬-১৮৬১) সাত বৎসর বয়সে কবিতা লিখিতে আরম্ভ করেন, নারীর হৃদয়, পণ্ডিতের বুদ্ধি এবং কবির প্রাণ একাধারে ইহাতে সম্মিলিত ছিল। ইনি রবার্ট ব্রাউনিঙের পত্নী। ব্রাউনিং, রবার্ট –( খৃঃ ১৮১২-১৮৮৯ ) গদ্যে যেমন কালাইল, পষ্ঠে তেমনি ব্রাউনিং কঠোর, দুৰ্গম, দুৰ্দ্ধৰ্ষ, কিন্তু সারবান। ভালমোর, মাসেলিন্‌-(খৃঃ ১৭৬৩-১৮৫২ ) ফরাসী স্ত্রী-কবি। মিসেস্ ব্রাউনিং অপেক্ষ ইহার রচনা অনেক বেশী মিষ্ট। 를 ভালেন, পল—(খৃঃ ১৮৪৪-১৮৯৬) ইহার কবিতা ভাব সঙ্কেতে অতুলনীয়; জন্ম ফ্রাক্ষেস । ভ্যারহায়রেন, এমিল—বেলজিয়মের শ্রেষ্ঠ কবি ; ইনি রেলওয়ে কলকারখান। প্রভৃতির মধ্যে কবিত্বের ভাব পাইয়াছেন। ইহার মতে এই সমস্ত আধুনিক জিনিসের বাহিরে সৌন্দৰ্য্য নাই, কিন্তু উহাতে মামুষের যে ক্ষমতার নূতন নূতন পরিচয় প্রকাশ হইয়াছে তাহ মুনার, তাহা মুগ্ধকর, তাহা কাব্যের বস্তু। কয়েক বৎসর আগে অপঘাতে মারা পড়িয়াছেন । মিস্ত্রাল—( ১৮৩০-১৯১৪ ) ইনি ফ্রান্সের অন্তর্গত প্রভেন্স জেলার লোক। ঐ জেলার চলতি ভাষায় কবিতা ও কাব্য লিখিয়া নোবেল পুরস্কার পান। এই কবির মা লেখাপড়া জানিতেন না, সেই জন্ত মাতার বুঝিবার স্ববিধ হইবে বণিয়া, ইনি চলতি ভাষায় বই লিখিতে আরম্ভ করেন। ইনিই যথার্থ মাতৃভাষার সেবক এবং মাতৃদেবীর ভক্ত সন্তান । wo য়েটস্—আয়রলণ্ডের জাতীয় অভু্যত্থানের বাণী-মুৰ্ত্তি। নোবেল পুরস্কার পাইয়াছেন । ইনি জীবিত । রেক্সফোর্ড—ইনি আমেরিকার কবি । রস্তার্গ-(খৃঃ ১৫২৪-১৫৮৫ ) ইনি এবং ইহার কয়েকটি কবিবন্ধু ‘সাতভাইচম্পা' বা কৃত্তিকামণ্ডলী নামে অভিহিত হইতেন। জন্মভূমি ফ্রান্স। লায়াল, আলফ্রেড-সিভিলিয়ান কবি। জন্মভূমি ইংলণ্ড । লিপো—(৭০২-৭৬২) চীনদেশের কবি ও যোদ্ধা ; ইহার কবিতা বিচিত্রখর জন্ত প্রসিদ্ধ ।