পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাম্য-সাম অপরাধে, নারী, পুরুষের মত দও বদিগে পায়,— তবে পুরুষের স্বাধীনতা হতে কেন বঞ্চিবে তায় ? নারী ও শূদ্র নহেক ক্ষুদ্র, হেলার জিনিস নহে, দেহ তাঁহাদের আগুনের আগে তোমাদেরি মত দহে; ठांशंtणब्र ब्रांड ब्रख् ब्राप्नाइ, उांशंtशब्र' श्रांश् थॉ१, আশ, ভালবাসা, ভয়, সংশয়, আছে; আছে অভিমান তৃষ্ণ-ক্ষুধায়, শোকে, বেদনায়, তোমাদের মত ভোগে, তোমাদেরি মত মর্ত্য মানুষ, মরে তোমাদেরি রোগে ; ওগো ধনবান, ওগো বলবান, জেন’ তোমাদের’ আছে, তাহাদেরি মত গ্রন্থি অপটু-স্কন্ধ মাথার মাঝে! মানুষ মায়ুব; শক্তি মৃতি ; বন্ত্রি ধরে সে বুকে ; সেনহে শূদ্ৰ, সেনহে ক্ষুদ্র, দেবভি তার মুখে ; সে যে জন্মেছে ধরণীর বুকে, কে তারে ছিড়িয়ালবে! সে যে দিনে দিনে হয়েছে মানুষ, তারে ঠাই দিতে হবে! তা’র র্বাচিবার, তা’র বাড়িবার অধিকার আছে—আছে; কার চেয়ে দাবী কম নহে তা’র এ বিপুল ধরা মাঝে। ধরণীর বুকে আছে সঞ্চিত আমেয় পীযুষ-মুধা, বলী দুৰ্ব্বলে ভুঞ্জিবে তাহ, কেহ সহিবে না ক্ষুধা। সবিতা যাহারে করেছে আশীয, ধরণী ধরেছে বুকে, সে কভু জগতে মরিতে আসেনি,—মরিতে আসেনি ভুখে নগ্ন মূরতি, হর্ষমুকুল, শিশু আসে ধরা পরে, ঘৃণার পঙ্ক তারে মাথায়োনা ওগো পঙ্কিল করে , রক্তপায়ীর মুখোল পরায়ে তারে নাচায়ে না, ওবে, দিয়ে ত্রিপুণ্ড ভণ্ড তাহারে সাজায়ে না লোভবে ; $१