পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাল্কীর গান

সমান হউক আশা, অভিলাষ, সাধনা সমান হ’ক্,
সাম্যের গানে হউক শান্ত ব্যথিত মর্ত্ত্য লোক।


পাল্কীর গান

পাল্কী চলে!
পাল্কী চলে!
গগন তলে
আগুন জ্বলে!
স্তব্ধ গাঁয়ে
আদুল্ গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা!

ময়রা মুদি
চক্ষু মুদি’
পাটায় ব’সে
ঢুলছে ক’সে!
দুধের চাঁছি
শুষ‍্ছে মাছি,—
উড়ছে কতক
ভন্‌ ভনিয়ে।—
আস্‌ছে কা’রা
হন্ হনিয়ে?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক্ দু’পুরে
ধায় হাটুরে।

১৯