পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कोश-जुम्लन বাচিয়া গিয়েছি সত্যের লাগি সৰ্ব্ব করিয়া পণ, সত্যে প্রণমি থেমেছে মনের অকারণ স্পন্ন। সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ-প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিশ্বাসে গম্ভীরা নিশি কাটে ; শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটী, তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি । মণি অতুলন ছিল যে গোপন স্বজনের শতদলে,— ভবিষ্যতের অম. সে বীজ আমাদেরি করতলে ; অতীতে যাহার হয়েছে সুচনা সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালীর গৌরবে । প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশী, লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দ্বেষাদ্বেষী ; মিলনের মহামপ্লে মানবে দীক্ষিত করি’ ধীরে— মুক্ত হইব দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে । 亨 গান মধুর চেয়েও আছে মধুর— সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধূলা খাটি সোনার চাইতে খাটি ! চন্দনেরি গন্ধ ভরা,— শীতল-কর,—ক্লাস্তি-করা,— যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল-পাটি ! 8 ર